Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফরহাদাবাদ ইউনিয়ন একটি আলোচিত ইউনিয়ন । এই ইউনিয়নে রযেচে অনেক আল্লাহর অলি। প্রায় ৪০/৪৫ হাজারের অধিক লোক নিয়ে এই ইউনিয়ন। এই ইউনিয়ন গেসে বযে গেছে হালদা নদী,নয়  টি ওয়ার্ড ছয় টি গ্রাম । এই ইউনিয়নে রয়েছে কলেজ, উচ্ছ  বিদ্যালয়,সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সরকারী শিশু পরিবার, নারী ও শিশু হেপাজত খানা,এই ইউনিয়নের প্রায় ৭০% লোক শিক্ষিত, এই ইউনিয়েনর ৩ ভাগের ২ ভাগ পাহাড়ী অঞ্চল । এই পাহাড়ী এলাকায় রয়েছে তিন টি  ওয়ার্ড, উদালিয়া ওয়ার্ড,উদালিয়া,মোহছেনা পাড়া, মাহমুদাবাদ,ছোটকাঞ্চনপুর, এই এলাকার লোক জন সহজে ইউনিয়নে আসা যাওয়া করতেপারে না।ফরহাদাবাদ ইউনিয়ন থেকে ৪/৫ মাইল দক্ষিণ পশ্চিম এ অবস্থি। ২নং ধলই ইউনিয়নের এর উপর দিয়ে  ফরহাদাবাদ ইউনিয়নে আসতে হয়। বর্ষা কালে হালদা নদী ও মন্দাকিনী খালের ভাংগনে  এই এলাকার লোক জন অতিষ্ট। হালদা নদী ভাঙ্গনের ফলে শত শত বসত ঘর পানির নিচে তলিয়ে  যায়

 ১। আয়তন:-১২৩৮৮.৫২

২। লোক সংখ্যা :-প্রায় (ক) মুসলিম=৩৭০০০/=হাজার,

                              (খ) হিন্দু=  ৭০০০/= হাজার,

                              (গ) অন্যান্য= ১২০০/=

৩। ওয়ার্ডের সংখ্যা = ৯ টি

৪। পরিবারের সংখ্যা = ৬০৯৮

৫। জমির পরিমান = (ক) আবাদী জমি=, ২৪৬০.০০

                           (খ) অনাবাদী জমি=২০০.৪৪,

                           (গ) বনজংগল= ৪২৫০.৪৮,

                           (ঘ) চলতিগতিত= ২০০.০০

                           (ঙ) আবাদ যুগ্য ও অন্যান্য= ৫২৭৮.০০

    মোট জমির পরিমান=  ১২৩৮৮.৫২একর,

৬। গ্রামের সংখ্যা = ৬ টি,

৭। ডাকঘর: ১টি

৮। বন কার্যালয়: ২ টি,

৯। রেলওয়ে ষ্টেশন : ১ টি,

১০। বিদ্যুৎ  সরবরাহ কেন্দ্র  : ১ টি,