Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইতিহাস

ফরহাদাবাদ ইউনিয়ন : হাটহাজারী উপজেলার সর্ব উত্তরে অবস্থিত ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন। স্থানীয় লোকজন ফরহাদাবাদকে  ফরহাদাবাদ বলে যাবে। ছোট কাঞ্চনপূর জঙ্গল উদালিয়া, মাহামুদাবাদ, পশ্চিম ফরহাদাবাদ,পূর্ব মন্দাকিনী ও উদালিয়া মৌজা নিয়ে ফরহাদাবাদ ইউনিয়ন গঠিত।কারো কারো মতে ফরাসী শব্দ ফরদ থেকে  ফরহাদাবাদ নামের উৎপত্তি হয়েছে।সম্ভবত নশরত শাহের সময়ে ফরহাদাবাদের নাম করণ করা হয়। আবার অনেকের মতে হয়রত শাহ মনোহর (রঃ) এর ভাগিনা গোল মোহাম্মদ চৌধুরীর সাথে স্থানীয় সামমত্ম রাজা ইউসুফ চৌধুরীর সাথে এলাকা দখল নিয়ে যে বিবাদ হয় তার ফলশ্রম্নতিতে ইউসুফ চৌধুরীর দলবল ভীত হয়ে পালানোর উপক্রম হয়ে হয়রত শাহ মনেহর ফেরেদা শব্দ উচ্চারণ করে সৃপ্ত চৌধুরীর দলবলকে নিয়ে গিয়ে নিজের জায়গা জমিতে জমিদারী করার পরামর্শ দেন । সম্ভাবত শাহ মনেহরের ফেরত ও ফারদা শব্দ থেকে ফরহাদাবাদের নামের উৎপত্তি  হয় ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যূারোর ১৯৮৯ অনুসারে এই ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০,৪৩৯। এর মধ্যে পুরম্নষ ১৫৩৫৭, মহিলা ১৫০৭৪ ইউনিয়নের মোট আয়তন ৫০.১৫ কিলোমিটারে পাহাড়ী ভূমি ৩৪০১.১১ হেক্টর । প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬০৭ জন। শিক্ষার শতকরা হার ৫৯%।